রবিবার, ০৮:০৫ অপরাহ্ন, ১৯ জানুয়ারী ২০২৫, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে গৌরনদীর ওয়ার্ডে ওয়ার্ডে জহির উদ্দিন স্বপনের পক্ষ থেকে কম্বল বন্টন আবারও রাজনীতির লাইমলাইটে খালেদা জিয়া জাতীয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে সরাতে দুদকের চিঠি পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের পরীক্ষামূলক উৎপাদন শুরু ১৫ বছর পর প্রথমবার জামিন পেলেন ২৫০ সাবেক বিডিআর সদস্য এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ অবশেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর এসকে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ধ্বংসস্তূপে দাঁড়িয়ে স্বস্তির প্রহর গুনছেন ফিলিস্তিনিরা

জাপানে একদিনে ১৫৫ বার ভূমিকম্প, নিহত ৭, ব্যাপক ক্ষয়ক্ষতি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪
  • ৩৬ বার পঠিত

একদিনে জাপানে ১৫৫টি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ১৩ জন। বার্তা সংস্থা কিয়োদো মৃত্যুর এ সংখ্যা জানালেও তা আরও অনেক বেড়ে যেতে পারে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ওয়াজিমা বন্দরে নিহত হয়েছেন ৭ জন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, ইংরেজি বর্ষ শুরুর দিন অর্থাৎ ১লা জানুয়ারি তীব্র শক্তিশালী ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে জাপানের হোনশু দ্বীপের ইশিকাওয়া প্রিফেকচারে। এতে এক মিটারের বেশি উচ্চতার সুনামি দেখা দেয়। উপড়ে পড়ে ভবন। একটি বড় বন্দরে আগুন ধরে যায়। রাস্তাঘাট ভেঙেচুরে দুমড়ে মুচড়ে যায়।

রাত থাকতেই এ ঘটনায় সেখানে ভীতি দেখা দেয়। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে ভয়াবহতা। দেখা যায়, ভবনগুলো কাত হয়ে আছে। ক্ষতবিক্ষত জানালা। বিভিন্ন বাড়ি মাটিতে শুয়ে আছে। মাছধরা বোট ডুবে গেছে না হয় তীরে ভাসিয়ে এনেছে। দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক এক মিটিংয়ের পর প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, ব্যাপক ক্ষয়ক্ষতি নিশ্চিত হওয়া গেছে। বহু মানুষ আহত হয়েছেন। ভবন ধসে পড়েছে। আগুন ধরে গেছে। এর শিকারে পরিণত হয়েছেন যেসব মানুষ সময়ের সঙ্গে লড়াই করে আমরা তাদের সন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছি।

আকাশপথে ওয়াজিমা বন্দরে দেখা গেছে ভয়াবহ অবস্থা। সেখানে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি সাততলা ভবন ধসে পড়েছে। ওই এলাকায় কমপক্ষে ৪৫ হাজার বাড়িঘরে বিদ্যুত নেই। রাতে সেখানে তাপমাত্রা ছিল হিমাংকে। বহু শহরে পানি সরবরাহ ছিল না। যুক্তরাষ্ট্রের জিওলোজিক্যাল সার্ভে (ইউএসজিএস) বলেছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৫। কিন্তু জাপানের আবহাওয়া বিভাগ বলছে এই মাত্রা ৭.৬। মঙ্গলবার সকাল পর্যন্ত পুরো অঞ্চলে কমপক্ষে ১৫০ টি কম্পন অনুভূত হয়েছে। খুব সকালে বেশ কিছু শক্তিশালী কম্পন অনুভূত হয়। এর একটির মাত্রা ছিল শতকরা ৫.৬ ভাগ। এর ফলে জাতীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে তাদের বিশেষ প্রোগ্রামে চলে যায়। উপস্থাপক তখন বলেন, অনুগ্রহ করে গভীর নিঃশ্বাস নিন। খবর যারা দেখছেন তাদেরকে তিনি রান্নাঘরে আগুন জ্বালানো আছে কিনা তা চেক করার পরামর্শ দেন।

সোমবার কমপক্ষে ১.২ মিটার উঁচু ঢেউ আছড়ে পড়ে ওয়াজিমায়। অন্য স্থানগুলোতে ধারাবাহিকভাবে ছোট ছোট জলোচ্ছ্বাস হওয়ার খবর পাওয়া গেছে। তবে এর আগে আরো ভয়াবহ যে সুনামি সতর্কতা দেয়া হয়েছিল, তেমনটা দেখা যায়নি। মঙ্গলবার সব রকম সুনামির সতর্কতা প্রত্যাহার করেছে জাপান। স্থানীয় মিডিয়ার খবরে দেখা যাচ্ছে, ইশিকাওয়াতে গাড়ি ও বাড়িঘরগুলো ভয়াবহভাবে কাঁপছে। ভয়ার্ত মানুষ দোকান ও ট্রেন স্টেশনে জড়ো হচ্ছেন। বাড়িঘর ধসে পড়েছে। রাস্তায় রাস্তায় বিশাল সব ফাটল দেখা দিয়েছে। ওয়াজিমায় বাণিজ্যিক একটি বিশাল ভবন ধসে পড়েছে। তার ভিতর দিয়ে হামাগুঁড়ি দিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে একটি উদ্ধারকারী দল।

কমপক্ষে ৬২ হাজার মানুষকে উদ্ধার করার নির্দেশ দেয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী মিনোরু কিহারা বলেছেন, একটি সামরিক ঘাঁটিতে অবস্থান করছেন প্রায় এক হাজার সেনা সদস্য। তারা ওই অঞ্চলে মোতায়েনের জন্য প্রস্তুত। ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য প্রায় ২০টি সামরিক বিমান মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com