নওগাঁ-৫ আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিলের নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, শহরের কালিতলা এলাকায় চেম্বার অব কমার্সের ঠিক পাশেই নৌকার প্রার্থী নিজাম উদ্দিন জলিলের নির্বাচনী ক্যাম্প করা হয়েছিল।
রাতে কে বা কারা হঠাৎ সেখানে আগুন ধরিয়ে দেয়। এতে ওই ক্যাম্পের ব্যানার ও পোস্টার পুড়ে যায়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি চেয়ার-টেবিল। ওসি আরও জানান, লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। নিজাম উদ্দিন জনের সমর্থকদের দাবি, ক্যাম্পের পাশের লোকজনদের ভয় দেখাতেই এমন ঘটনা ঘটিয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন।