কারাবন্দী বিএনপি মিডিয়া সেল আহবায়ক জহির উদ্দিন স্বপনের জাতীয় পরিচয় পত্র(এনআইডি)’র সন্ধানে গতকাল ২৯ নভেম্বর ২০২৩ গৌরনদী থানা পুলিশ তাঁর গ্রামের বাড়ী সরিকল যান। জানাগেছে, গতকাল বুধবার বেলা ১০ ঘটিকায় পুলিশের একজন এএসআই শাহিন জনাব স্বপনের এনআইডি নম্বর সংগ্রহ করতে তার গ্রামের বাড়ী সরিকলে যান।
উল্লেখ্য, বিএনপি মিডিয়া সেল আহবায়ক ও সাবেক সাংসদ গত ০২ নভেম্বর ডিবি পুলিশ কর্তৃক ঢাকা থেকে গ্রেপ্তার হন। বর্তমানে তিঁনি পুলিশ কর্তৃক দায়েরকৃত একাধিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলায় কারাবন্দি অবস্থায় আছেন। তবে সামগ্রিক পরিস্থিতিতে পুলিশ কর্তৃক হঠাৎ করে ‘এনআইডি’ সংগ্রহে তাঁর গ্রামের বাড়ীতে আগমন নিয়ে নানা প্রশ্নের জন্ম নিয়েছে।
পুলিশ কর্তৃক এনআইডি সংগ্রহের এ তৎপরতা সরকারের নতুন ষড়যন্ত্র কিনা তা নিয়ে বিএনপি নেতৃবৃন্দ আশঙ্কা করছেন।
এ জাতীয় আরো খবর..