বুধবার, ১২:৪৬ অপরাহ্ন, ২২ জানুয়ারী ২০২৫, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

মিজোরামে আজ নির্বাচন : বিজেপিকে ঠেকিয়ে কংগ্রেস কি ফিরবে?

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৪২ বার পঠিত

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতা অমিত শাহের ‘কংগ্রেসমুক্ত উত্তর-পূর্ব ভারত’ গড়ার স্লোগান বাস্তব হয়েছিল পাঁচ বছর আগে। উত্তর-পূর্বাঞ্চলে ক্ষমতায় থাকা শেষ রাজ্য মিজোরামে বিধানসভা ভোটে হেরেছিল কংগ্রেস। আজ মঙ্গলবার উত্তর-পূর্বাঞ্চলের ওই রাজ্য আবার বিধানসভা ভোটের মুখোমুখি। পড়শি রাজ্য মণিপুরে ধারাবাহিক হিংসার আবহে মিজোরামবাসী রায় দেবন, উত্তর-পূর্বাঞ্চল কংগ্রেস মুক্তই থাকবে? না কি বদলে যাবে পরিস্থিতি?

নির্বাচনী ইতিহাস বলছে, প্রতি দশকে মিজোরামে সরকার পাল্টায়। সেই ধারা মেনেই ২০১৮ সালের বিধানসভা ভোটে কংগ্রেসের সরকার পাল্টে দিয়েছিলেন মিজোরা। ক্ষমতায় এসেছিল এমএনএফ। ভোটের ধারা মেনে এবারো তাদের ক্ষমতায় থাকার কথা। ২০১৮-র ওই ভোটে এমএনএফ মিজোরামের ৪০টি আসনের মধ্যে জিতেছিল ২৭টিতে। ২০০৮ থেকে ২০১৮ পর্যন্ত ক্ষমতায় থাকা কংগ্রেস মাত্র চারটি আসনে জিতে তৃতীয় স্থানে নেমে গিয়েছিল। একদা ইন্দিরা গান্ধীর দেহরক্ষী দলের নেতা, সাবেক আইপিএস লালডুহোমার সদ্যগঠিত জেডপিএম জিতেছিল আটটি আসনে। অবশ্য নির্বাচন কমিশনের তরফে ‘দল’ হিসাবে তখনো স্বীকৃতি না পাওয়ায় জেডপিএম প্রার্থীরা ‘নির্দল প্রার্থী’ হয়ে লড়েছিলেন।

২০১৮ সালের নির্বাচনের ঠিক আগে নিজের লালডুহোমা তার দল জোরাম ন্যাশনালিস্ট পার্টি-সহ মোট সাতটি দলকে নিয়ে নয়া মঞ্চ জেপিএম গড়েছিলেন। আটটি আসনে জিতে বিধানসভায় দ্বিতীয় বৃহত্তম শক্তি হয়েছিলেন। জয়ী এমএনএফ ২৬ এবং এক দশক ক্ষমতায় থাকা কংগ্রেস পাঁচটি আসনে জিতেছিল। বিদায়ী মুখ্যমন্ত্রী কংগ্রেসের লালথানহাওলাকে সেরচিপ আসনে পরাস্ত করেন লালডুহোমা। এর পর ‘রাজনৈতিক দল’ হিসেবে আত্মপ্রকাশ করে জেডপিএম, তার সভাপতি হন লালডুহোমা। নয়া দলের পদ নেয়ায় দলত্যাগবিরোধী আইনে বিধায়ক পদ হারালেও উপনির্বাচনে ফের সেরচিপে জয়ী হন। সম্প্রতি রাজ্যের দ্বিতীয় বৃহত্তম পুরসভা লুংলেইয়ের ভোটে ১১টি আসনের সব ক’টিতেই জয়ী হয়েছেন জেডপিএম প্রার্থীরা। এই পরিস্থিতিতে এ বারের মিজ়োরামের ভোটে তারা চমক দেখাতে পারেন বলে ভোটপণ্ডিতদের অনেকে মনে করছেন।

৪০টি আসনের মিজোরাম বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জাদুসংখ্যা ২১। যুযুধান প্রধান তিন দল শাসক মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ), প্রধান বিরোধী জোরাম পিপলস‌্ মুভমেন্ট (জেডপিএম) এবং প্রাক্তন শাসক দল কংগ্রেস সব আসনেই প্রার্থী দিয়েছে। বিজেপি লড়ছে ২৩টিতে। সব মিলিয়ে ১,২৭৬টি বুথে ১৭৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন সে রাজ্যের প্রায় ৮ লাখ ৫২ হাজার ভোটদাতা। গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন এমএনএফ প্রধান তথা মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা (আইজল পূর্ব-১), উপমুখ্যমন্ত্রী তাওনলুইয়া (তুইচাং), বিরোধী দলনেতা লালডুহোমা (সেরচিপ), প্রদেশ কংগ্রেস সভাপতি লালসাওতা (আইজল পশ্চিম-২)।

শাসকদল এমএনএফ ২০১৬ সাল থেকে বিজেপি নেতৃত্বাধীন জোট ‘নর্থ ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স’ (নেডা)-র এর সদস্য হলেও মণিপুরের সাম্প্রতিক গোষ্ঠী হিংসার জেরে পদ্ম-বিরোধী সুর চড়িয়েছে। এমনকি, এমএনএফ প্রধান তথা রাজ্যের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা প্রকাশ্যে বলেছেন, ‘আগামী লোকসভা ভোটের পর নরেন্দ্র মোদি আর দেশের প্রধানমন্ত্রী থাকবেন না।’ জাতিগতভাবে মণিপুরের কুকি-জো জনজাতিরা বৃহত্তর মিজো সমাজের অন্তর্ভুক্ত। দুই জনগোষ্ঠীই খ্রিস্ট ধর্মাবলম্বী। মে মাসের গোড়া থেকে শুরু হওয়া মণিপুর হিংসার জেরে প্রায় ১৩ হাজার কুকি-জো মিজোরামে আশ্রয় নিয়েছেন। ফলে এবারের ভোটের প্রচারে আগাগোড়া বড় ভূমিকা নিয়েছে মণিপুর হিংসার প্রসঙ্গ।

মিজো রাজনীতিতে প্রবল প্রভাবশালী চার্চ এবং অরাজনৈতিক ছাত্র-যুব সংগঠন ‘মিজো জিরালাই পাওল’ (এমজেডপি) মণিপুরের বিজেপি সরকারের তুমুল সমালোচনা করলেও ‘তাৎপর্যপূর্ণ’ভাবে ‘নেডা’র শরিক এমএনএফ নিয়ে কোনো প্রশ্ন তোলেনি। যদিও দুই বিরোধী দল জেডপিএম এবং কংগ্রেসের প্রচারে জোরালভাবে উঠে এসেছে জোরামথাঙ্গার ‘বিজেপি-সখ্যের’ প্রসঙ্গ। রাজীব গান্ধী থেকে মনমোহন সিংহের জমানা পর্যন্ত পাঁচ দফায় প্রায় ২৩ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলানো প্রবীণ নেতা লাল থানহাওলাকে এবারের ভোটে প্রার্থী করেনি কংগ্রেস। ভোটে তার প্রভাব পড়তে পারে বলে দলের একটি অংশের আশঙ্কা।

বিজেপির তরফে এবারের ভোটে ‘উত্তর-পূর্বের উন্নয়ন’ আর মাদক কারবার দমনের প্রসঙ্গ বার বার তোলা হলেও তা ভোটের প্রচারে তেমন প্রভাব ফেলতে পারেনি। সব মিলিয়ে পদ্ম-শিবিরের ‘লড়াই’ বৌদ্ধ ধর্মাবলম্বী চাকমা অধ্যুষিত গোটা চারেক আসনেই সীমাবদ্ধ। যদিও মিজোরামে বিজেপির একমাত্র বিধায়ক বুদ্ধধন চাকমা ইতিমধ্যেই সক্রিয় রাজনীতি থেকে অবসর নেয়ার কথা ঘোষণা করেছেন। তবে কেন্দ্রে যে দলের সরকার, সেই দলের সাথে ঘনিষ্ঠতা রক্ষার ব্যাপারে উত্তর-পূর্বের অধিকাংশ রাজ্যেরই প্রবণতা রয়েছে। মিজোরাম এ বার তার ব্যতিক্রম হতে পারে বলে অনেকে মনে করছেন।

বাস্তবের সাথে জনমত সমীক্ষা বা বুথফেরত সমীক্ষা মেলে না অনেক সময়েই। তবে মেলার উদাহরণও কম নয়। কয়েকটি জনমত সমীক্ষা বলছে, ৪০ আসনের বিধানসভায় এমএনএফ এবং কংগ্রেস কেউই সংখ্যাগরিষ্ঠতার জাদুসংখ্যা ২১ ছুঁতে পারবে না। সে ক্ষেত্রে আট থেকে ১২টি আসন পেয়ে নির্ণায়ক শক্তি হয়ে উঠতে পারে লালডুহোমার দল। এবিপি-সি ভোটার সর্বশেষ জনমত সমীক্ষার পূর্বাভাস, এমএনএফ ১৭-২১, কংগ্রেস ৬-১০, জেডপিএম ১০-১৪ এবং নির্দল, বিজেপি ও অন্যেরা মিলে ০ থেকে ২টি বিধানসভা আসনে জিততে পারে। ত্রিশঙ্কু পরিস্থিতিতে একদা কংগ্রেস নেতা এবং পরবর্তীকালে বিজেপির সহযোগী লালডুহোমা কী করবেন, তা নিয়ে জল্পনা চলছে মিজোরামে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com