উজিরপুরে ছোট ভাইর ২ হাত ভেঙ্গে পঙ্গু করে দেয় বড় ভাই
এস এম রুহুল আমিন
আপডেট টাইম :
বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
৭৭
বার পঠিত
বরিশালের উজিরপুরে জমি নিয়ে বিরোধের জেড় ধরে ছোট ভাইর ২ হাত ভেঙ্গে পঙ্গু করে দেন পাষন্ড বড় ভাই । বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইাউনিয়নের ধামুড়ায় প্রকাশ্যে লোহার রড দিয়ে পিটিয়ে ছোট ভাই স্বপন আব্দুল্লাহ (৩৮) এর ২ হাত ভেঙ্গে দিয়েছে পাষন্ড বড় ভাই মন্নান ফকির (৫০)। এ ঘটনার বিচারের দাবীতে নির্মম নির্যাতনের সিকার ধামুড়া বাজারের ব্যাবসায়ী স্বপন আব্দুলাহ ১৭ অক্টোবার মঙ্গলবার দুপরে উজিরপুর সাংবাদিক ইউনিয়নে এক সংবাদ সম্মেলনে তার উপর নির্যাতনের বিচারের দাবী করে কান্নাজড়িত কন্ঠে বলেন গত ১৩ সেপ্টেম্বর বুধবার দুপুর আড়াই টায় পূর্ব ধামুড়া গ্রামের মূত্যু আ: খালেক ফকিরের পুত্র স্বপনের আপন বড় ভাই আ: মন্নান ফকিরের নেতৃত্বে এক দল সন্ত্রাসীরা প্রকাশ্যে রড দিয়ে পিটিয়ে তার দু হাত ভেঙ্গে ফেলে এমনকি হত্যার জন্য মাথায় কুপিয়ে জখম করেন। এ ঘটনায় তার স্ত্রী সাহারা জাহান সাথী বাদী হয়ে ১৫ সেপ্টেম্বর উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। আসামীরা উচ্চ আদালতে জমিন নিয়ে তার মামলা তুলে নিতে নানা ধরনের হুমকি দিচ্ছে বলে জানান। নির্যাতনের স্বীকার স্বপন অবদুল্লাহ আভিযোগ করেন তার ভাই মন্নান ফকির একজন নারী লোভী তার বিরুদ্ধে নারী কেলেংকারী সহ একাধিক আভিযোগ রয়েছে । একাধিক মামলার ও আসামী আ:মন্নান ফকির । সে আর্থিক ভাবে বিত্তবান হওয়ার কারনে একের পর এক আপরাধ করেও পার পেয়ে যাচ্ছেন। তার বিরুদ্ধে কথা বলার সহস পাচ্ছে না কেউ। কারন মন্নান ফকিরের রয়েছে ভারাটিয়া ক্যাডার বাহিনী । তার দু হাত ভেঙ্গে দেয়া পাষন্ড মন্নান ফকিরের বিচারের দাবী করেন তিনি।