ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে সেখানে যুদ্ধাবস্থা ঘোষণা করেছে। এর মাধ্যমে দেশটির সরকার গুরুত্বপূর্ণ সামরিক কার্যক্রম পরিচালনা করতে পারবে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, সরকারকে তাৎপর্যপূর্ণ সামরিক কার্যক্রম চালানোর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী বলেছেন, এ যুদ্ধ গাজা থেকে ‘খুনী-সন্ত্রাসী’ আক্রমণের মাধ্যমে ইসরাইলের ওপর চাপিয়ে দেয়া হয়েছে।
শনিবার হঠাৎ করেই ইসরাইলে কয়েক হাজার রকেট হামলা চালানোর পর বেড়া ভেঙ্গে ইসরাইলে ঢুকে পড়ে স্বাধীনতাপন্থী সংগঠন হামাস। গাজাভিত্তিক এ সংগঠনের যোদ্ধাদের হামলায় এখন পর্যন্ত ৬০০’রও বেশি ইসরাইলি নিহত হয়েছে।
সূত্র : আলজাজিরা