যুক্তরাষ্ট্র সিরিয়ায় একটি সশস্ত্র তুর্কি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এই প্রথমবার যুক্তরাষ্ট্র কোনো ন্যাটো মিত্রের আকাশযান বিধ্বস্ত করল।
তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন-নেতৃত্বাধীন বাহিনী একটি ড্রোন ভূপাতিত করেছে। তবে সেটা তুর্কি সশস্ত্র বাহিনীর নয়। তবে সেটি কোন দেশের, তাও তারা জানায়নি।
তুরস্কের একটি নিরাপত্তা সূত্র বৃহস্পতিবার জানিয়েছে, গত সপ্তাহে আঙ্কারায় বোমা হামলার পর থেকে সিরিয়ার বিভিন্ন এলাকায় কুর্দি উগ্রবাদীদের টার্গেট করে আক্রমণ চালাচ্ছে তুরস্ক।
পরিচয় প্রকাশ না করার শর্তে দুই মার্কিন কর্মকর্তা বলেন, একটি এফ-১৬ বিমান তুর্কি ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করে। এর আগে মার্কিন স্থল বাহিনীর কাছাকাছি এলাকায় ড্রোনটি চলে এলে তারা কয়েকবার তুর্কি কর্মকর্তাদের সতর্ক করে দিয়েছিলেন।
যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যকার সম্পর্কে নাজুকতা সৃষ্টি হওয়ার প্রেক্ষাপটে এই ঘটনা ঘটল। যুক্তরাষ্ট্র আশা করছে, চলতি বছর সুইডেনের ন্যাটো সদস্যপদ অনুমোদন করবে তুরস্ক।
এদিকে মার্কিন মিত্র সিরিয়ান কুর্দিশ বাহিনী জানিয়েছে, তুর্কি হামলায় তাদের আট ব্যক্তি নিহত হয়েছে।
উত্তর সিরিয়ায় কুর্দি বাহিনীকে সমর্থন যুক্তরাষ্ট্র। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে উত্তেজনা চলছে। তুরস্ক তাদেরকে নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) একটি শাখা মনে করে। এই গ্রুপটিই গত সপ্তাহে আঙ্কারায় আত্মঘাতী হামলা চালিয়েছিল।
সূত্র : মিডল ইস্ট মনিটর