বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য পরবর্তী করণীয় নির্ধারণ করতে সকাল সাড়ে ১০টার দিকে তার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ড আলোচনায় বসেছে।
মেডিক্যাল বোর্ডে আছেন অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, ডা. এ জেড এম জাহিদ, ডা. শাহবুদ্দিন তালুকদার, ডা. এ কিউ এম মহসীন ও ডা. শামসুল আরেফিন।
বিষয়টি নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
শামসুদ্দিন দিদার বলেন, শনিবার ভোর রাতে ম্যাডাম (বেগম খালেদা জিয়া) অসুস্থতা বোধ করলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তার পরীক্ষা-নিরীক্ষা চলছে। তার চিকিৎসার পরবর্তী করণীয় নির্ধারণ করবে মেডিক্যাল বোর্ড বসবে।