ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘একতরফা নির্বাচনের পরিকল্পনা থেকে সরে আসুন। সরকারের একতরফা নির্বাচনের পথে হাঁটা দেশকে ভয়াবহ সংঘাতের দিকে নিয়ে যাবে। বর্তমান সরকার আবার ক্ষমতায় এলে স্বাধীনতা হুমকিতে পড়বে, ইসলামী মূল্যবোধ ধ্বংস হবে। এ দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের সুযোগ বাড়বে।’
জাতীয় সরকারের অধীনে নির্বাচনসহ নানা দাবিতে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর মিরপুর-১ ঈদগাহ মাঠে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তরের ‘নগর সমাবেশে’ এসব কথা বলেন চরমোনাইর পীর। দেশকে সংঘাত থেকে রক্ষায় ক্ষমতা ছেড়ে দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তপশিলের আগের সংসদ ভেঙে দিতে হবে। একতরফা নির্বাচনের আয়োজন করলে নির্বাচন কমিশনকে চরম খেসারত দিতে হবে।
দাবি আদায়ে আগামী ৭ অক্টোবর ঢাকায় সমাবেশ, ১৩ অক্টোবর ঢাকায় শ্রমিক সমাবেশ, ২০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র যুব সমাবেশ এবং অক্টোবর ও নভেম্বরে সব ইউনিয়ন পরিষদের সদস্য সম্মেলনের কর্মসূচি ঘোষণা করেন রেজাউল করীম।
ইসলামী আন্দোলনের মহানগর উত্তরের সভাপতি শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন দলের মহাসচিব ইউনুছ আহমদ, নায়েবে আমির আব্দুল হক আজাদ, প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান প্রমুখ।