বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘অত্যাচার অনেক সহ্য করেছি। আর সহ্য করবো না, অত্যাচারের জবাবদেবো। ছেড়ে দেওয়ার দিন শেষ, কাউকে আর ছাড় দেওয়া হবে না।’
বুধবার (১৯ জুলাই) সকালে আব্দুল্লাহপুরে পদযাত্রা শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসবকথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘অত্যাচার অনেক সহ্য করেছি। আর সহ্য করবো না। অত্যাচারের জবাব দেবো। ছেড়ে দেওয়ার দিন শেষ, খালেদা জিয়ার বাংলাদেশ। কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হবে। সুতরাংগণতান্ত্রিক আন্দোলনে আমাদের যে অত্যাচার করেছে, তার জবাব আমরা দেবো।’
তিনি বলেন, ‘এক দফা এক দাবি– এই প্রত্যয়ে আজ এই পদযাত্রা। বাধা অতিক্রম করে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে, খালেদাজিয়াকে মুক্ত করতে হবে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে, ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে।’
এর আগে, সকাল থেকেই পদযাত্রায় অংশ নিতে আবদুল্লাহপুরের পলওয়ে মার্কেটের সামনে জড়ো হতে থাকেন নেতা–কর্মীরা।তারা মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।