ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৭ জনের মধ্যে ৫ জনের জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। অপর দু’জনের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।
রিমান্ড মঞ্জুর করা আসামিরা হলেন, সানোয়ার কাজী (২৮) ও বিপ্লব হোসেন (৩১)। অপরদিকে, কারাগারে নেওয়া হয়েছে মাহমুদ হাসান মেহেদী (২৭), মোজাহিদ খান (২৭), আশিক সরকার (২৭), হৃদয় শেখ (২৪) ও সোহেল মোল্লা (২৫)-কে।
এর আগে সোমবার (১৭ জুলাই) রাজধানীর বনানী এলাকায় ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমকে মারধরের ঘটনা ঘটে।
পরে মঙ্গলবার বনানী থানায় হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ বাদী হয়ে অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।