আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভোটে শেখ হাসিনাকে হারানো যাবে না, বিএনপি জানে নির্বাচনে এলে তারা হেরে যাবে। বিএনপি পদ্মাসেতু, মেট্রোরেল, কর্ণফুলি টানেল চায়নি, তাই এখন তারা নির্বাচন প্রতিহত করতে চায়।
বুধবার (১২ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ভোট করে শেখ হাসিনাকে হারানো যাবে না বিএনপি তা জানে। শেখ হাসিনার পদত্যাগের স্বপ্নও পূরণ হবে না বিএনপির। আমাদের একদফা হলো সংবিধান সম্মত নির্বাচন। যারা নিরপেক্ষ নির্বাচনে বাধা দেবে তাদের প্রতিহত করা হবে।
তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে এবার খেলা হবে। জঙ্গিবাদ লুটপাট সাম্প্রদায়িকতার বিরুদ্ধে খেলা হবে।
ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন নয়া পল্টনের কাদাপানিতে আটকে গেছে। আমরা এখন সংবিধানসম্মত একটি নির্বাচন চাই, যারা নিরপেক্ষ নির্বাচনে বাধা দেবে তাদের প্রতিহত করা হবে।
তিনি আরও বলেন, ঢাকায় আজ বিদেশি বন্ধুরা আছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা চান সুষ্ঠু অবাধ, ফ্রি-ফেয়ার ইলেকশন, আমাদের লক্ষ্যও ফ্রি-ফেয়ার ইলেকশন। কিন্তু এই ফ্রি-ফেয়ার ইলেকশনে যারা বাধা দিতে আসবে তাদের প্রতিহত করা হবে।
আওয়ামী লীগের এই নেতা বলেন, বাংলাদেশ কোন অপশক্তির সঙ্গে আপোষ করবে না। আমার মায়ের কোল যারা খালি করেছে, যারা আমার দেশের অগণিত মানুষের রক্ত ঝরিয়েছে তাদের সাথে কোন আপোষ নয়, কোন সংলাপ নয়। যাদের হাতে জাতীয় চার নেতার রক্ত, পনেরোই আগস্টের রক্ত- তাদের সাথে আওয়ামীলীগ আপোষ করতে পারে না। আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধের সাথে আপোষ করতে পারি না। আমরা জয় বাংলা স্লোগান ও সাতই মার্চের চেতনার সাথে আপোষ করতে পারি না, বঙ্গবন্ধুর রক্তের সাথে বেঈমানী করতে পারি না।
কর্মীদের প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শোকের মাসের শেখ হাসিনা ও শেখ রেহানার ছবি ছাড়া নিজেদের ছবি দিয়ে ব্যানার করবেন না। নির্বাচনের আগ পর্যন্ত আমাদের কর্মসূচী চলবে।
এর আগে, দুপুর ৩টায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে রয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ক্ষমতাসীন এই দলটির সমাবেশে ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন।