বর্তমান সরকার বাংলাদেশকে আন্তর্জাতিক খেলার মাঠ বানিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবঅ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, তাদের কারণে বাংলাদেশের মর্যাদা ভূলুণ্ঠিত হচ্ছে।
শুক্রবার (২৩ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এখন দোয়া ও মিলাদ মাহফিলেপ্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সঅ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইঅ্যাব) ঢাকা জেলা শাখা।
রিজভী বলেন, ‘গোটা দেশকে আন্তর্জাতিক খেলাধুলার মাঠ বানিয়েছেন এই অবৈধ সরকার। অটুট সার্বভৌমত্বের দিশারী ছিলেনশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি দেশের সার্বভৌমত্বকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। কোনো দেশ বাংলাদেশের অভ্যন্তরীণবিষয়ে প্রকাশ্যে কোনো টু শব্দ করতে পারতো না। কিন্তু আজকে বর্তমান সরকারের কারণে বাংলাদেশের মর্যাদা ভূলুণ্ঠিত হচ্ছে।এ সরকারের কারণে বাংলাদেশ নিয়ে অন্যরা কথা বলতে পারছে।’
তিনি বলেন, ‘এ সরকার দিনের ভোট রাতে করে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে। ভোট চুরি নয়, ভোট ছিনতাই করে জোর করেক্ষমতা দখল করে রেখেছে। জনগণ তো এখন ভোট দিতে যায় না। অথচ সরকারের তল্পিবাহক নির্বাচন কমিশন বলে যে, ভোটসুষ্ঠু হয়েছে। কিন্তু জনগণ এটা বিশ্বাস করে না। কারণ নির্বাচন কমিশনের কর্মকর্তারা এমন বলেন চাকরি রক্ষার জন্য।’
‘চুরি করা জিনিস উদ্ধার করা যায়। কিন্তু ভোট তো আত্মসাৎ করে গণভবনে বন্দী রেখেছে। এখন আওয়ামী লীগ সরকারকেজোরে ধাক্কা দিয়ে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে,’ বলেন রিজভী।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উনি কারো কাছে মাথানত করবেন না, কাউকে পাত্তা দেন না। তিনি সেন্টমার্টিনদেন নাই বলে ক্ষমতায় না থাকার সংশয় প্রকাশ করেছেন। কিন্তু এসব পরিস্থিতির জন্য কি তিনি দায়ী নন? আপনি গণতন্ত্রেরভোটকে ছিনতাই করেছেন। গণতান্ত্রিক অধিকার যে স্বাধীনভাবে ভোট দেয়া– সেটিকে নির্বাসনে পাঠিয়েছেন– এটা কি অসত্যকথা?’
রিজভী বলেন, ‘জনগণের অধিকার ছিনিয়ে নিয়ে উন্নয়নের ইন্দ্রজাল তৈরি করেছে সরকার। তাদের লোকজনই বিদেশে কোটিকোটি টাকা পাচার করেছে। অনেকেই বলছেন, পরিবর্তিত পরিস্থিতি হলে ক্ষমতাসীনদের অনেকেই ধরা পড়ে যাবে, সেজন্যই তারাটাকা সরিয়ে ফেলছে