স্টাফ রিপোর্টার, গাজীপুর :
গাজীপুরের কালিয়াকৈরে সুতা তৈরির একটি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নেভাতে বিকেল পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ করেন তারা। বুধবার উপজেলার সফিপুর পশ্চিম পাড়া এলাকায় জমজম স্পিনিং মিলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন ও কারখানার কর্মকর্তারা জানান, কালিয়াকৈর উপজেলার সফিপুর পশ্চিম পাড়া এলাকাস্থ জমজম স্পিনিং মিলস লিঃ কারখানার একটি সেডে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে অগ্নিকান্ডের সূত্রাপাত হয়। মুহুর্তেই আগুন পুরো সেডে ছড়িয়ে পড়ে। কারখানার কর্মী ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর, কালিয়াকৈর, কাশিমপুর ও ইপিজেড স্টেশনের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজ শুরু করে। তারা প্রায় দুই ঘন্টা চেষ্টার পর বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণ আনেন। তবে আগুন পুরোপুরি নেভাতে বিকেল পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ করেন তারা। আগুনে তুলা ও উৎপাদিত সুতা সহ বিভিন্ন মালামাল পুড়েছে ও ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায় নি।
###
মোঃ রেজাউল বারী বাবুল
স্টাফ রিপোর্টার, গাজীপুর।
১২/০৪/২০২৩ ইং।