সোমবার, ০৮:৫৯ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

আশরাফ উদ্দিন চৌধুরী অপুকে জনসমক্ষে হাজির করুন আইনশৃঙ্খলাবাহিনীকে মির্জা ফখরুল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১০৭ বার পঠিত

ঢাকা প্রতিবেদক::

বিএনপির হাতিরঝিল থানা শাখার যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন চৌধুরী অপু নিখোঁজ হয়েছেন বলে দাবি করেছে বিএনপি।

সোমবার রাতে দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বিবৃতিতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

বৃহত্তর রমনা থানা ছাত্রদলের সাবেক সভাপতি, হাতিরঝিল থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক এবং হাতিরঝিল থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন চৌধুরী অপু গতকাল সন্ধ্যায় ইফতার করে বাসা থেকে বের হওয়ার পর সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনী তাকে তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত তার কোন সন্ধ্যান না পাওয়ায় তার পরিবার-পরিজন গভীরভাবে উৎকন্ঠিত। বিনা কারণে আশরাফ উদ্দিন চৌধুরী অপুকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যাওয়ায় এবং এখন পর্যন্ত তার কোন সন্ধ্যান না দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “বাংলাদেশের মানুষ যখন গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূলের উর্ধ্বগতিতে দিশেহারা, ঠিক তথনই এই অবৈধ গণবিচ্ছিন্ন সরকার এগুলো আড়াল করতে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গুম-খুন, মামলা, হামলা, গ্রেফতার এবং গ্রেফতারের পর স্বীকার না করার যে অমানবিক ও ঘৃন্য খেলায় মেতেছে তা নজীরবিহীন।

বর্তমান শাসকগোষ্ঠী রাষ্ট্রক্ষমতা আঁকড়ে রাখতে এখন আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালাতে বেপরোয়া হয়ে উঠেছে। এধরণের মানবতাবিরোধী কর্মকান্ড সংঘটিত করে দেশকে এক ভয়াবহ নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে সরকার, যা শুভ লক্ষণ নয়। বিরোধী নেতাকর্মীসহ দেশের মানুষ এখন গুম-অপহরণের চিন্তায় সর্বদা আতঙ্কিত অবস্থায় দিন অতিবাহিত করছে।

হাতিরঝিল থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন চৌধুরী অপুকে গতকাল সন্ধ্যায় আটকের পর এখন পর্যন্ত স্বীকার না করাটা গভীর উদ্বেগজনক। আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক আটকের পর তাকে আটকের বিষয়টি স্বীকার না করার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আশরাফ উদ্দিন চৌধুরী অপুকে জনসমক্ষে হাজির করার জোর দাবি জানাচ্ছি।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com