রবিবার, ১০:৫৯ অপরাহ্ন, ০৬ জুলাই ২০২৫, ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

বরগুনা পাথরঘাটায় বিএনপির কর্মসূচিতে আ’লীগের হামলা

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১০২ বার পঠিত

বরগুনা পাথরঘাটায় বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে পাথরঘাটা সদর রোডের সোনালি আবাসিক বোডিংয়ে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতা আহত হয়েছে।

আহতরা হলেন, পাথরঘাটা কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মাহাদী খান মুসা, সদর ইউনিয়ন ছাত্রদল নেতা রাসেল ইসলাম, ছাত্রদল নেতা শান্ত ও রাজিব সরকার। ঘটনার পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরগুনার পাথরঘাটা উপজেলা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হয়। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও বিদ্যুৎ, গ্যাস, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী লীগ সরকারের লাগামহীন দুর্নীতি বন্দসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কর্মসূচি পালনকালে উপজেলা বিএনপির আহ্বায়কের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালানোর অভিযোগ করেন। এ সময় ওই পাঁচ নেতা আহত হয়।

এর আগে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দু’ঘণ্টা এ অবস্থান কর্মসূচি পালন করে। এতে দু’শতাধিক দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি চৌধুরী মো: ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বরগুনা জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট সগির হোসেন লিওন।

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম কামরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হারুনুর রশিদ হাওলাদার ও সাধারণ সম্পাদক এম ইসমাঈল শিকদারসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতারা। তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ বিদ্যুৎ, গ্যাস নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর দাবি জানান।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com