সোমবার, ১০:২১ পূর্বাহ্ন, ১৮ নভেম্বর ২০২৪, ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ারি দিলেন সাংবাদিক নেতারা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৭ বার পঠিত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা। তাদের অভিযোগ, বর্তমান সরকারের আমলে অনেক বেশি সাংবাদিক হত্যা, নির্যাতন ও বঞ্চনার হলেও এসব অপরাধের বিচারের আশ্বাস দিলেও আদতে গুরুত্ব দেন না স্বরাষ্ট্রমন্ত্রী।

আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সাগর–রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচারের দাবিতে এক বিক্ষোভ সমাবেশে এমন অভিযোগ তোলেন সাংবাদিক নেতারা। এ সমাবেশের আয়োজন করে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ।

 সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক বলেন, ‘গত এক বছরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চারবার দেখা করেছি। সাংবাদিক হত্যাকাণ্ডের বিষয়গুলো সুরাহা করতে বলেছি। তিনি বারবার কথা দিয়েছেন। আমরা আসার পরই তিনি সাংবাদিকদের দাবি ভুলে গেছেন। এটা ঠিক না।’
স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে ওমর ফারুক বলেন, ‘আপনিভাইবেন না, সাংবাদিকদের হাত থেকে রেহাই পাবেন। আপনাকে ঘেরাও করা হবে এই হত্যাকাণ্ডের বিচারের জন্য।’

নিহত বেশ কয়েকজন সাংবাদিকের নাম উল্লেখ করে বিএফইউজে সভাপতি বলেন, ‘সাগর–রুনিসহ আরও যারা হত্যার শিকার হয়েছেন, তাদের সবার বিচার চেয়েছি। আপনি (স্বরাষ্ট্রমন্ত্রী) বলতে পারবেন, একটা হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছেন? কেন একটা বিচারও করছেন না? আপনাদের আমলে সাংবাদিকেরা সবচেয়ে বেশি হত্যা, নির্যাতন, বঞ্চনার শিকার হচ্ছেন।’

সমাবেশে সভাপতির বক্তব্যে ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, ‘১১ বছর আগে সাগর–রুনি হত্যার শিকার হয়েছেন। এই ১১ বছর একই সরকার ক্ষমতায়। অথচ সাগর–রুনি হত্যার বিচার হয় না। কোথায় যাব আমরা?’

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মুরসালিন নোমানী সাগর-রুনি হত্যার বিচার সম্পর্কে বলেন, ‘আদালত ৯৫ বার র‌্যাবকে সময় দিয়েছে। র‌্যাব যদি এই হত্যার কূলকিনারা না করতে পারে, তাহলে তারা প্রতিবেদন দিচ্ছে না কেন? বারবার কেন সময় নেওয়া হচ্ছে?’

অতি দ্রুত এই হত্যার রহস্য উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের বিচার দাবি করে তিনি বলেন, ‘সাগর–রুনি হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত এই দাবি থেকে সরবে না ডিআরইউ।’

ডিইউজের যুগ্ম সম্পাদক পদে খায়রুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএফ্ইউজের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, মাছরাঙ্গা টেলেভিশনের প্রধান বার্তা সম্পাদক রাশেদ আহমেদ, ডিইউজের সাধারণ সম্পাদক আকতার হোসেন প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন সাংবাদিক নেতারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com