সৌদি আরবে প্রথমবারের মতো উচ্চগতির ট্রেন চালালেন এক নারী। আর এর মাধ্যমে থারা আলি নতুন রেকর্ড গড়লেন। দেশটিতে নারীদের সরকারি ও বেসরকারি কাজে নিয়োজিত করার যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তিনি তারই আলোকে এই সুযোগ পেয়েছেন।
সৌদি আরবে নারীরা গাড়ি চালানোর সুযোগ পেয়েছেন মাত্র ২০১৮ সালে। তবে অল্প কিছু দিন আগে পর্যন্ত তিনি কেবল তার জন্মস্থান জেদ্দাতে পারিবারিক সেডান চালানোর অভিজ্ঞতা ছিল। সেখান থেকে এই পর্যায়ে আসতে তাকে অনেক পথ পাড়ি দিতে হয়েছে। তবে স্বপ্ন পূরণ হয়েছে অবিশ্বাস্যভাবে। ইংরেজি শিক্ষিকা থেকে তিনি এখন ট্রেন চালক।
গত বছর হারামাইন হাই স্পিড রেলওয়ে নারীদের জন্য ৩২টি পদে আবেদন আহ্বান করলে প্রায় ২৮ হাজার দরখাস্ত জমা পড়ে। পবিত্র নগরী মক্কা ও মদিনার মধ্যে ৪৫০ কিলোমিটার রুটে ঘণ্টায় ৩০০ কিলোমিটার বেগে চলে এই ট্রেন।
তবে অবাক করা ব্যাপার হলো, এত দরখাস্তের মধ্যেও তাকে নির্বাচিত করা হয়। তিনি গত মাসে তার প্রথম ট্রিপ সম্পন্ন করেন।
তিনি বলেন, প্রথম দিনের কাজ ছিল স্বপ্নের মতো- ট্রেনে প্রবেশ করা, কেবিনে ঢোকা ছিল সত্যিই অবাক করা ঘটনা।
সৌদি আরবে কর্মীবাহিনীতে নারীদের অংশগ্রহণ ২০১৬ সালের পর ১৭ ভাগ থেকে দ্বিগুণেরও বেশি বেড়ে হয়েছে ৩৭ ভাগ।
সূত্র : জিও নিউজ