নাট্যজন খন্দকার আনোয়ারুল ইসলাম আদি ঢাকার ঐতিহ্যবাহী নাটকের দল ‘বাংলাদেশ গ্রামীণ থিয়েটার সম্মাননা’য় ভূষিত হয়েছেন। বাংলাদেশ গ্রামীণ থিয়েটারের নতুন কার্যকরী পরিষদ (২০২২-২৩) এর অভিষেক উপলক্ষে ১ জানুয়ারি শনিবার সূত্রাপুরের লোহারপুল গে-ারিয়ার জহির রায়হান সাংস্কৃক্তিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেয়া হয়;নাট্যচর্চায় বিশেষ অবদানের জন্য।
সম্মাননা প্রাপ্ত খন্দকার আনোয়ারুল ইসলাম সুষম নাট্য সম্প্রদায়ের দল প্রধান। দীর্ঘ ৫০ বছরের সাংস্কৃতিক ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয়ের পাশাপাশি নাটক রচনা ও নির্দশনা দিয়েছেন তিনি। খন্দকার আনোয়ারুল ইসলাম ছাড়াও অনুষ্ঠানে আরও যারা ‘বাংলাদেশ গ্রামীণ থিয়েটার সম্মাননা’ পেয়েছেন তারা হলেন নাট্য-নির্দশক লুৎফর রহমান ভূইয়া, মানস বোস বাবুরাম, কবি হানিফ খান, কমল সরকার, উৎপল কুমার ঘোষ, অভিনয়শিল্পী সালমা নার্গিস এবং সালমা আলি।
সবশেষে গ্রামীণ থিয়েটারের শততম প্রযোজনা ‘শশীবাবুর সংসার নাটকের মঞ্চায়ন হয়। নাটকটি রচনা করেছেন রঞ্জন দেবনাথ এবং নির্দেশনা দিয়েছের শেখ হাসান মহারথী।