যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশে উগ্রবাদের উত্থান ঘটেছিল আওয়ামী লীগের আমলে। সেই উগ্রবাদের নিরসণ করেছেন বিএনপি নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
চলমান বিভাগীয় গণসমাবেশ কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে অনুষ্ঠিত ষষ্ঠ বিভাগীয় গণসমাবেশে তিনি একথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শেখ হাসিনার আমলে নারায়ণগঞ্জের শামীম ওসমান, লক্ষিপুরের তাহের, ফেনির জয়নাল হাজারিদের মতো গডফাদার দিয়ে সমস্ত দেশকে সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল। সেই জায়গা থেকে দেশকে তুলে এনেছিলেন বেগম খালেদা জিয়া।
উন্নয়নের নামে লুটপাট চালানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ দেয়ার কথা বলে তারা এখন কুপি জ্বালাতে বলছে। তিনি তারেক রহমান বীরের বেশে দেশে ফিরে আসবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
ফরিদপুর শহরের উপকণ্ঠে কোমরপুর আব্দুল আজিজ ইন্সটিটিউটশন মাঠে মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে বিএনপির ষষ্ঠ বিভাগীয় গণসমাবেশ হচ্ছে।