স্ত্রীকে নিয়মিত গায়ের রং তুলে খোঁটা দিতেন স্বামী। এ নিয়ে প্রায়ই ঝগড়া শুরু হতো। ঝগড়ার এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্বামীকে খুন করেন স্ত্রী। কেটে নেন তার পুরুষাঙ্গ। রোববার ভারতের ছত্তিশগড় প্রদেশের দুর্গ জেলার অমলেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।
সংবাদ সংস্থা পিটিআইয়ে প্রতিবেদনে জানা গেছে, অনন্ত সোনওয়ানি তার স্ত্রী সংগীতা সোনওয়ানিকে প্রায়ই ‘কালো’খোটা দিতেন। স্বামীর এমন আচরণ মেনে নিতে পারতেন না সংগীতা। শুরু হতো ঝগড়া। অবশেষে রোববার রাতে ঝগড়ার পর অনন্তকে কুপিয়ে খুন করেন সংগীতা। খুনের পর পুরুষাঙ্গ কেটে নেন তিনি।