রবিবার, ০৯:৫৬ পূর্বাহ্ন, ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

বরিশালইয়া ফেসবুক গ্রুপের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভাগীয় স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২২ অনুষ্ঠিত

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৪ বার পঠিত

মোগো সুন্দর বরিশাল, মোরা ব্যাবাক্কেে বরিশালইয়া ফেসবুক গ্রুপের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভাগীয় স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২২ অনুষ্ঠিত হয়।

“সংগঠন যার যার মানবতা সবার, আমরাই গড়বো মানবিক বরিশাল” এই শ্লোগানকে সামনে রেখে আজ ১৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টায় অঙ্গিকার (সমন্বিত আর্থ সামাজিক উন্নয়ন প্রকল্প) সামাজিক সংগঠন এর আয়োজনে দিনব্যাপী মোগো সুন্দর বরিশাল, মোরা ব্যাবাক্কেে বরিশালইয়া ফেসবুক গ্রুপের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভাগীয় স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২২ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব এস এম জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বরিশাল ওয়াহিদুল ইসলাম বিপিএম, উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল মোঃ আব্দুল কাদের, উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল আল মামুন তালুকদার, দিলারা খানম উপ-পরিচালক জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতিক, ডেপুটি গভর্নর সদর দফতর বাংলাদেশ মানবাধিকার কমিশন সৈয়দ আজমুল হক, চেয়ারম্যান, ফরাজি জেনারেল হাসপাতাল লিঃ ড. আনোয়ার ফরাজি ইমন। এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলি মোঃ ফেরদাউস আহাম্মেদ, মোঃ শাহাজাদা হিরাসহ আরও অনেকে, মিলনমেলায় প্রায় ২ শতাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন।

শুরুতে অতিথিরা মোগো সুন্দর বরিশাল, মোরা ব্যাবাক্কেে বরিশালইয়া ফেসবুক গ্রুপের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন পরে কেক কেটে এবং বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দারসহ অন্যান্য অতিথিরা। এই ফেসবুক গ্রুপের মাধ্যমে প্রায় ৭ হাজার ব্যাগ রক্তা দেওয়া হয়। বিভিন্ন দূর্ঘটনায় গ্রুপের সদস্যরা স্বোচ্ছাসেবক হিসেবে দ্বায়িত্ব পালন করেন যেমন বরগুনার অভিযান লঞ্চ দূর্ঘটনা। বিভিন্ন রোগে আক্রান্ত দরিদ্র অসহায় মানুষের চিকিৎসার জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে তারা। দিনব্যাপী এই মিলনমেলায় রয়েছে সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com