হঠাৎই মাঝ রাতে লক্ষ্মীপেচার ডাক কানে আসে!
কালো বিড়াল গুলো যেন অন্ধকারে ছায়া হয়ে ভাসে!
বেওয়ারিশ কুকুরগুলো, কি যে এক উন্মাদনায় হাসে!
আকাশ পানে চিৎকার করে জানতে চাইলাম,
এইসবের মানে? উত্তর দিল না কেউ!
উদাসীন অনন্ত অসীম মেঘলা আকাশে!
বিহাইন্ড দা ফটোশুট: আলামিন লিওন
দৈনিক আমাদের সময়