সরকার পতনের এক দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আন্দোলন কর্মসূচি আগামী ৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মসূচির মধ্যে ২৪ সেপ্টেম্বর সারা দেশে জেলা ও মহানগরে সমাবেশ, ৩ অক্টোবর ফরিদপুর বিভাগে রোডমার্চ, ৪ অক্টোবর ঢাকায় পেশাজীবী কনভেনশন ও ৫ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চ করবে বিএনপি।
মির্জা ফখরুল বলেন, ‘গত ১৯ সেপ্টেম্বর দলের স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আগামীতে সরকারের আচরণের ওপর নির্ভর করে বিএনপির কর্মসূচি ঠিক করা হবে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন বিএনপি মহাসচিব।
গত সোমবার (১৮ সেপ্টেম্বর) সরকার পতনের এক দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। এসব কর্মসূচির মধ্যে দেশের পাঁচ বিভাগে রোডমার্চ ও রাজধানীতে ছয়টি সমাবেশ কর্মসূচি ঘোষণা করে দলটি।