ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১০টার দিকে পুরাতন বাখরবা গ্রামের রাস্তার পাশে জামিক শেখকে কুপিয়ে ফেলে রেখ যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত জামিক শেখ উপজেলার সারুটিয়া ইউনিয়নের পুরাতন বাখরবা গ্রামের ইবাদত শেখের ছেলে। তিনি আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নুর পক্ষে নিয়মিত প্রচার প্রচারণায় অংশ নিতেন।
তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা জুলফিকার কায়সার টিপুর একজন সক্রিয় কর্মী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বলে পরিবার জানিয়েছে। নিহতের স্ত্রী স্বপ্না খাতুন জানান, নৌকা প্রতীকের কর্মী-সমর্থকেরা তার স্বামীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে।
শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।