নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গোজাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত শিশুসহ সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ১৫ থেকে ২০ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ রয়েছে আরও ২০ থেকে ৩০ জন যাত্রী। এর আগে রোববার (২০শে মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের চর সৈয়দপুরের আলামিন নগরের ব্রিজের কাছে কয়লাঘাটে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনা অনুসন্ধানে নৌ-পরিবহন মন্ত্রণালয় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। ৩ কার্য দিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেবার জন্য বলা হয়েছে।
এদিকে, আজ সোমবার (২১শে মার্চ) ভোর ৫টায় উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ডুবে যাওয়া লঞ্চটিকে নদীর তীরে টেনে তুলেছে। তবে এসময় কোনো মরদেহ পাওয়া যায়নি। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক তানহারুল ইসলাম জানিয়েছেন, ডুবে যাওয়া লঞ্চটিকে উদ্ধার করা হয়েছে। লঞ্চের ভেতরে কোনো মরদেহ পাওয়া যায়নি। আমাদের উদ্ধার কাজ চলমান রয়েছে।
দুর্ঘটনার পর ধাক্কা দেওয়া কার্গো জাহাজ এমভি রূপসী-৯ জব্দ করেছে নৌ পুলিশ।