লায়ন্স ক্লাবের ২৭ তম বার্ষিক জেলা কনভেনশন-315B1-23, গতকাল ১১ মার্চ বুধবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়।
প্রথমেই ধন্যবাদ জানাই ডিজি লায়ন শরীফ আলী খান ও তার দলকে।
প্রথমত আমি ২০২৩-2৪ সালের সকল নবনির্বাচিত ডিজি, ১ম এবং ২য় ভিডিজিকে অভিনন্দন জানাতে চাই, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনাদের নেতৃত্ব আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরনা যোগাবে।
দ্বিতীয়ত, লায়ন্স ক্লাব অফ ঢাকা শ্যামলীর পক্ষ থেকে সকল কেবিনেট সদস্য, প্রতিনিধি এবং জেলা 315B1-এর প্রতিটি লায়ন সদস্যদের ধন্যবাদ জানাই আন্তর্জাতিক পরিচালক পদে পরপর তিন বছর ২০২৩, ২৪ এবং ২৫ নাজমুল হককে অনুমোদন দেয়ায়। ৬ই মে, ২০২৩ এ MD315 কনভেনশনে আপনাদের সমর্থনের জন্য অনুরোধ করা হচ্ছে।
পরিশেষে আমি আমাদের ক্লাব #LC_Dhaka_Shamoli সমস্ত লায়ন সহকর্মীদের ধন্যবাদ ও অভিনন্দন জানাই আপনাদের সহায়তা, সময় এবং মানবতার দিকে কাজ করার জন্য ২য় পজিশন স্বীকৃতি অর্জন করি।
২০২২-২৩ সালের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন আমার জন্য সম্মানের। আশা করি আমাদের নতুন PST টিম আমাদের সমাজের জন্য আরও কিছু কার্যকরী কার্যক্রম নিয়ে আমাদের এগিয়ে নিয়ে যাবে।
নব র্নিবাচিত সকলকে অভিনন্দন জানান লায়ন দিদার সরদার (হংকং), Director – Cabinet Member -District 315 B1