ঢাকাস্থ মার্কিন দূতাবাস ধানমন্ডির EMK Centre এ “বন্ধুত্বের বীজ: যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর” শীর্ষক এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
গত ৩০ মে ঢাকাস্থ মিঃ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।প্রদর্শনীতে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে দুই দেশের রাষ্ট্রনায়কদের কিছু ঐতিহাসিক ছবি জায়গা পেয়েছে।
উল্লেখ্য, প্রেসিডেন্ট কার্টার ও প্রেসিডেন্ট বুশ কর্তৃক হোয়াইট হাউজে তাদের স্ব স্ব মেয়াদে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদ জিয়াকে অভ্যার্থনা জানিয়েছিলেন রাস্ট্রীয় অতিথি হিসেবে।
এছাড়া প্রদর্শনীর ছবিগুলোতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যেকার সুদীর্ঘ সম্পর্কের বিষয়গুলো উঠে এসেছে। আগামী ১৪ জুন ২০২৩ পর্যন্ত ইএমকে সেন্টারে আয়োজিত এই বিশেষ প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত।
বিএনপি মিডিয়া সেলের আহবায়ক জননেতা জহির উদ্দিন স্বপন বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের ও ইতিহাসিক মুহূর্তকে ধারণ করা প্রদর্শনী স্থল ঘুরে দেখেন।