২০২২-২৩ শিক্ষাবর্ষে মেডিক্যাল কলেজসমূহে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ফলা ঘোষণা করা হয়েছে। পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ।
রোববার (১২ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিল এক লাখ ৩৫ হাজার ৮১৩ শিক্ষার্থী, পাস করেছে ৪৯ হাজার ১৯৪ শিক্ষার্থী।
মন্ত্রী বলেন, ‘ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ করতে শিক্ষক ও চিকিৎসকদের সমন্বয়ে ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটি, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে ওভারসাইট কমিটি করা হয়। অভিজ্ঞ মেডিক্যাল শিক্ষকদের সমন্বয়ে উপদেষ্টা কমিটি করা হয়েছে। এছাড়া নম্বর সমতাকরণের জন্য আলাদাভাবে কমিটি করা হয়। কমিটির সদস্যরা দফায় দফায় নির্দেশনা অনুযায়ী ভর্তি পরীক্ষার সব কাজ সম্পন্ন করেছেন।’
যেভাবে ফলাফল জানা যাবে :
ফল প্রকাশের পরে স্বাস্থ্য অধিদফরের ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে।
এছাড়াও, আবেদন করার সময় যে মোবাইল ফোন নম্বর দেয়াটি হয়েছে, সেটিতে ওয়েলকাম মেসেজ যাবে।
উল্লেখ্য, শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মেডিক্যালে ভর্তি পরীক্ষা হয়। স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অধীনে সারাদেশের ১৮টি সরকারি মেডিক্যাল কলেজ ও একটি ডেন্টাল কলেজের ৫৭ ভেন্যুতে এ পরীক্ষা হয়।