উত্তর আফ্রিকার দেশ মরক্কোর একটি মসজিদে খুতবা দিতে দিতে অকস্মাৎ মৃত্যুর মুখে ঢলে পড়েছেন এক ইমাম। গত ৭ জুন মারা যাওয়া ওই ইমামের নাম এখনো জানা যায়নি। ওই ঘটনার একটি ভিডিও ক্লিপ ইতেমধ্যেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা গেছে, মসজিদের মিম্বরে (ইমামের খুতবা দেওয়ার স্থান) দাঁড়িয়ে খুতবা পড়ছেন ইমাম। কিছুক্ষণ খুতবা দেওয়ার পরই তিনি হঠাৎ থেমে যান এবং কয়েক সেকেন্ড পরই ধীর স্বরে কলেমা শাহাদাৎ পড়তে থাকেন। এ সময় তার শরীর টলতে থাকায় সম্মুখসারিতে বসা কয়েকজন মুসল্লি তাৎক্ষণিকভাবে মিম্বরের কাছে গিয়ে ইমামকে ধরাধরি করে বসান। সেখানে বসার পরই তিনি মারা যান।
এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওই ইমামের উদ্দেশে শ্রদ্ধা জানিয়েছেন বিশ্বের মুসলমানরা। যুক্তরাজ্যের নাগরিক শেখ সাজিদ ওমর নিজের ফেসবুক অ্যাকাউন্টে সেই ঘটনার ভিডিও শেয়ার করেছেন।
সেখানে তিনি বলেছেন, ‘যারা এই ভিডিওটি দেখছেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন—তিনি (ইমাম) কতখানি সৌভাগ্যবান ছিলেন! নিজের মৃত্যুর আগমন তিনি অনুভব করতে পেরেছিলেন এবং কলেমা শাহদাৎ পড়তে পড়তে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তিনি।’
‘মহান আল্লাহ তার আত্মাকে চিরশান্তি দান করুন, আমিন’, বলেন যুক্তরাজ্যের নাগরিক শেখ সাজিদ ওমর।