বৃহস্পতিবার, ০৫:১৬ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নিরবের পরকীয়ার অভিযোগ নিয়ে সুর পাল্টালেন স্ত্রী ড. ইউনূসের সঙ্গে বৈঠকে কী কথা হলো, জানালেন মির্জা ফখরুল ভারত থেকে চিন্ময়ের মুক্তি দাবি কিসের আলামত, প্রশ্ন রিজভীর আইনজীবী হত্যার ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার ৬ : প্রেস উইং চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ রয়টার্সের মনগড়া সংবাদের প্রতিবাদ জানালো সিএমপি হাইকোর্টের নজরে ইসকন-চট্টগ্রামের ঘটনা : আদালতকে পদক্ষেপ জানাবে সরকার ইসকন ইস্যুতে দেশি-বিদেশি ইন্ধন থাকতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রামে আইনজীবী হত্যা, যে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের লেজ রেখে গেছে : তারেক রহমান

‘ভোট পাই না, আর নির্বাচনে দাঁড়াব না’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৯৩ বার পঠিত

ঝালকাঠি জেলা পরিষদ নির্বাচনে রাজাপুর উপজেলায় সদস্য পদে নির্বাচনে অংশ নিয়ে কোনো ভোট পাননি নজরুল ইসলাম মুকুল মৃধা। এর আগেও ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেন তিনি। তবে সব নির্বাচনেই জামানত বাজেয়াপ্ত হয় তার। তাই এখন আর নির্বাচনে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।

বার বার নির্বাচনে দাঁড়িয়ে আশানুরূপ ফল না পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ভোটাররা নিজেদের ইচ্ছামত ভোট দিতে পারেননি। তারা দলীয় চাপের মুখে আমাকে ভোট দেননি। তাছাড়া আমি কাউকে কোনো টাকাও দিতে পারিনি।’ মুকুল মৃধা রাজাপুর উপজেলা আওয়ামী লীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক।

এর আগে উপজেলা পরিষদ ও জাতীয় সংসদ সদস্য নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি সব নির্বাচনেই দলীয় মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু দল আমাকে মনোনয়ন দেয়নি। আমি নির্বাচিত হয়ে মানুষের সেবা করতে চেয়েছিলাম। কিন্তু তা আর হলো না। আমি একজন আওয়ামী পরিবারের সন্তান হয়েও যখন মনোনয়ন পাই না, তখন আমি আর কোনো  নির্বাচনে অংশ গ্রহণ করে অপমানিত হতে চাই না। এই নির্বাচন করে করে আমি আমার পরিবার, ব্যবসা-বাণিজ্য, মান-সম্মান সব নষ্ট করেছি। তাই এ পথে আমি আর যাবো না।’

গতকাল সোমবার অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে চারজন প্রার্থী ছিলেন। এর মধ্যে রাজাপুরে সদস্য নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আলম। তিনি ৭৯টি ভোটের মধ্যে ৪৬টি ভোট পেয়েছেন। এছাড়া তরিকুল ইসলাম তারেক পেয়েছেন ২৫, সিদ্দিকুর রহমান পেয়েছেন সাতটি ভোট।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com