পাকিস্তানে অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের অনুরোধে পাকিস্তান সরকার দুবাইয়ে ১০০ ছাগল রফতানি করার বিশেষ অনুমতি দিয়েছে।
উল্লেখ্য, পাকিসতানের ‘এক্সপোর্ট পলিসি অর্ডার ২০২০’ অনুযায়ী জীবন্ত কোনো প্রাণি রফতানি করা নিষিদ্ধ। শাহবাজ শরিফ সরকারকে ওই নিষেধাজ্ঞার কারণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পাকিস্তানের মন্ত্রিসভা এক বিজ্ঞপ্তির মাধ্যমে পররাষ্ট্র দফতরের অনুরোধটি অনুমোদন করে।
জানা গেছে, ছাগলগুলো সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট জেনারেল শেখ মোহাম্মদ বিন জায়েদের জন্য রফতানি করা হবে। আমিরাতি প্রেসিডেন্টের জন্য ছাগলগুলো রফতানি করার জন্য বিশেষ অনুমোদন দেয়ার জন্য পাকিস্তান মন্ত্রিসভার প্রতি অনুরোধ করা হয়েছিল।
সূত্র : দি নিউজ