আগামী ৫ নভেম্বর বরিশাল বিভাগীয় গণসমাবেশের লিফলেট বিতরণকালে আওয়ামী লীগ ও যুবলীগের হামলায় জেলা বিএনপির সদস্যসহ স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষক দল ও ছাত্রদলের ১৪ নেতা-কর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ১১টায় বানারীপাড়া বন্দর বাজারের উত্তরপাড় পুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিএনপি সূত্র জানিয়েছে, বরিশাল জেলা বিএনপির সদস্য ও বানারীপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাহমুদ মাহবুব মাষ্টারের নেতৃত্বে অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা গণসমাবেশ সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ করছিলেন। এ সময় বানারীপাড়া উপজেলা যুবলীগ নেতা মহাসিন ফকির, সুমন রায়, তপু, পলাশ, মশিউর রহমান সুমন, সুমন খাসহ যুবলীগ নেতা-কর্মীরা বিএনপি নেতৃবৃন্দের উপর অতর্কিত হামলা চালায়।
হামলায় বরিশাল জেলা বিএনপির সদস্য ও বানারীপাড়া উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাহমুদ মাহবুব মাষ্টারসহ ১৪ নেতা-কর্মী আহত হন।
আহত অন্যরা হলেন- বিএনপি নেতা মো: নুরুজ্জামান ডাক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জালিস মাহামুদ, সদস্য সোহেল বেপারী, যুবদল নেতা মহিউদ্দীন মিলন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: সৌরভ, স্বেচ্ছাসেবক দল নেতা আল-আমিন, রুহুল মল্লিক, কৃষক দল নেতা বাবু ডাকুয়া, ছাত্রদল নেতা সাব্বির আহমেদ প্রমুখ।
এদিকে, একই সময় উপজেলার চাখার থেকে একটি জানাজার নামাজ শেষে বাড়ি ফেরার পথে বানারীপাড়া বাজারের উত্তর পাড়ে যুবলীগ নেতারা হামলা চালিয়ে বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হারুন তালুকদার, সদস্য মাকসুদুর রহমান ডালিম, বাইশারী ইউনিয়ন যুবদল নেতা ওয়াসিম মৃধা, মো: খোকনের উপর হামলা চালিয়ে গুরুতর জখম করে।