শুক্রবার, ১০:৩৬ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৪, ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে আছে: আইন উপদেষ্টা দেশে চালু করা হচ্ছে স্যাটেলাইট ইন্টারনেট আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন শনিবার, উদ্বোধনী ভাষণ দেবেন ড. ইউনূস আইসিটির চিফ প্রসিকিউটরকে নিয়ে নুরের বক্তব্য প্রত্যাহার ব্যাংকে তারল্য সংকট : টাকা উত্তোলনে ভোগান্তিতে ৬ ব্যাংকের গ্রাহক বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল গৌরনদীতে নিত্যপণ্যের বাজার দর নিয়ন্ত্রনে রাখতে বসানো হল ন্যায্য মূল্যের বাজার অপহরণের ৯ দিনেও খোজ মিলছেনা গৌরনদীর অপহৃতা কিশোরী নন্দিনি’র দেশ নায়ক তারেক রহমানের বিজ্ঞ নেতৃত্বের কারনে আমরা গনঅদ্ভুত্থানের মধ্যদিয়ে ফ্যাসিবাদের প্রধান নেত্রী শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি-এম. জহির উদ্দিন স্বপন ভয়াবহ দূষণের কবলে দিল্লি, সকল প্রাইমারি স্কুল বন্ধ ঘোষণা

বরিশালে নির্বাচনী উত্তাপ বাড়ছে, ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৬৪ বার পঠিত

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটের দিন যত এগিয়ে আসছে তত বাড়ছে উত্তাপ। নগরীর অলি-গলি ছেয়ে গেছে ব্যানার-পোস্টারে। ভোট প্রার্থনায় পাড়া-মহল্লার অলিতে গলিতে উঠান বৈঠক, সভা সহ ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। ভোট পেতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সুষ্ঠু ভোট হলে জয়ের প্রত্যাশা মেয়র প্রার্থীদের।

রবিবার সকাল ১১টায় নগরীর একটি অভিজাত হোটেলে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও উইমেন্স চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি নেতৃবৃন্দ সহ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত।

সভায় ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করতে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি। নির্বাচিত হতে পাড়লে সর্ব সাধারণের জন্য সিটি করপোরেশন উন্মুক্ত করে দেয়ার পাশাপাশি নগরবাসীর দুর্ভোগ লাঘবে যথাযথ পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

এদিকে, সকাল সাড়ে ১০টায় নগরীর কীর্তনখোলা নদী সংলগ্ন রসুলপুর কলোনিতে গণসংযোগ করেন জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস। এ সময় তিনি বাসিন্দাদের নানা সমস্যা সমাধানে আশ্বাস দেন। নৌকার উপর ভরসা না রেখে লাঙ্গলে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

অপরদিকে, সকাল ১১টায়ে নগরীর স্ব-রোড সোনালী আইসক্রিম মোড় এলাকায় গণসংযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। গণসংযোগের সময় তিনি বলেন, ইভিএমে জনগণের আস্থা নেই। তারপরও নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে। নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হলে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হওয়ার আশা করেন তিনি।

এছাড়াও বিএনপির প্রয়াত সাবেক মেয়র আহসান হাবিব কামালের ছেলে স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রূপন রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর ৩নং ওয়ার্ডের জোড় মসজিদ এবং কাউনিয়া হাউজিং ও টেক্সটাইল এলাকায় গণসংযোগ করেন।

তবে অন্য তিন মেয়র প্রার্থীর নির্বাচনী প্রচারণা নগরীতে দেখা যায়নি।

আগামী ১২ জুন বরিশাল সিটিতে ১২৬টি কেন্দ্রের ৯৯৪টি বুথে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com