রবিবার, ০৯:৩৬ অপরাহ্ন, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :

বরিশালে ক্লাবের আড়ালে মাদক বিক্রির প্রতিবাদে বিক্ষোভ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৩ বার পঠিত

নগরীর নাজিরপুলস্থ এলাকায় নব জাগরন ক্লাবের আড়ালে মাদক আমদানি ও বিক্রির প্রতিবাদসহ মাদক ব্যবসা বন্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বিএম কলেজ, সরকারি বরিশাল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রোববার বেলা সাড়ে ১১টায় এ কর্মসূচি পালন করেছেন। এ সময় বিএম কলেজের শিক্ষার্থী তামিম হোসেন বলেন, বিগত সরকারের সময় নাজিরপুলস্থ নব জাগরন নামের একটি ক্লাবের মধ্যে কতিপয় প্রভাবশালী নেতারা এ ব্যবসা পরিচালনা করে আসছিল।

গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ওইসব নেতারা পালিয়ে গেছে। বর্তমানে খান লিটু ও সাজুসহ বেশ কয়েকজনে এ ক্লাবটি তাদের নিয়ন্ত্রনে নিয়ে পূর্বের ন্যায় মাদক ব্যবসা শুরু করেছে।

অপরদিকে শনিবার দিবাগত রাতে মহানগর ছাত্রদল নেতা মিঠুসহ তার অনুসারিরা নব জাগরন ক্লাবে হামলা চালিয়েছে। এ সময় মহানগর বিএনপি সাবেক সদস্য জহিরুল ইসলাম লিটুসহ বেশ কয়েকজন আহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com