পরিবার পরিবার
কে বা কার?
সারাজীবন তাদের তরে–
জীবন করিলাম পার,
মৃত্যুর পর,
কে রাখে কার খবর?
রেখে যাওয়া সম্পদ অর্থ ভৈবব
ভাগাভাগিতে
কে কার আগে?
পরিবার??
কত কষ্ট করে দেশ বিদেশ ঘুরে
খেয়ে না খেয়ে
ভাই বোন ও পরিবার এর সুখের অন্বেষণে
জীবন করেছি পার,
মৃত্যুর পরে কে বা কার?
আহ!
কত যত্নে সংসারে ধরেছি হাল
নিজের জীবনের অবসানে
মুছে যাবে একটি কাল-
মোদ্দা কথা –
এ জীবন শুধু কর্মের তরে
বৈধ/অবৈধ সম্পদ তোমার মৃত্যুর পরে
ভাগাভাগিতে পরিবার,
মৃত্যুর পরে কেহ রাখিবেনা তোমার খবর আর।
“স্বরচিত”
নায়াগ্রা
কানাডা থেকে