প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবের কাছে রোববার বিলম্বিত পরিশোধের সময়সূচিসহ জ্বালানি তেল চেয়েছেন।
সৌদি আরবের স্বরাষ্ট্র উপমন্ত্রী ড. নাসের বিন আবদুল আজিজ আল দাউদ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সাথে সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ জানান।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব।
সচিব বলেন, প্রধানমন্ত্রী সৌদি আরবের কাছ থেকে বিলম্বিত পরিশোধের সময়সূচিসহ জ্বালানি তেল সরবরাহে সহযোগিতা চেয়েছেন।
সূত্র : ইউএনবি