বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের কয়েকজন গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১১টায় ভায়ের পুকুর এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ ধরতে যায়। এসময় কিছু দুষ্কৃতকারীর মারপিটে অফিস সহকারি আঃ হান্নান নিহত হন। নিহত হান্নান বগুড়া শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউপির জালশুকা গ্রামের মোজাম্মেল হকের পুত্র।
আহত হয়েছেন এজিএম (কম) রকিবুজ্জামান, লাইনম্যান- পিন্টু প্রাং, বিকাশ চন্দ্র, ফারুক হোসাইন, আজিজুল হক। লাশ পুলিশ হেফাজতে রয়েছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। আসামিদের দ্রুত গ্রেফতার করতে পুলিশি অভিযান চলছে।