পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ(ইউপি) নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর চেয়ে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বেশি জয়ী হয়েছেন। স্বতন্ত্রদের মধ্যে অধিকাংশ আওয়ামী লীগেরই বিদ্রোহী প্রার্থী ছিলেন।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম-সচিব আসাদুজ্জামান আনুষ্ঠানিকভাবে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের ফল ঘোষণা করলে এ তথ্য পাওয়া যায়।
গত বুধবার ৫ই জানুয়ারি পঞ্চম ধাপে ৭০৮টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরমধ্যে ৬৯২ ইউপির চূড়ান্ত ফল জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ১৩টি ইউপিতে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। আদালতের আদেশে স্থগিত রয়েছে একটি ইউপিতে। আরেকটিতে নির্বাচন বন্ধ ঘোষণা করেছে ইসি।
ইসির ঘোষিত ফলাফল অনুযায়ী ৩৪৬টি ইউপিতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে জয়ী হয়েছেন ৩৪১ জন চেয়ারম্যান প্রার্থী। জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত দু’জন, জাতীয় পার্টির (জাপা) দু’জন ও বাংলাদেশ জাতীয় পার্টির একজন প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তবে পঞ্চম ধাপে ভোটগ্রহণের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৯৩ জনকে নির্বাচিত ঘোষণা করা হয়।