চ্যানেল আই’র জনপ্রিয় টকশো অনুষ্ঠান ‘তৃতীয় মাত্রা’, ‘তৃতীয় মাত্রা প্লাস’, এই অনুষ্ঠানের উপস্থাপক ‘জিল্লুর রহমান’, ‘সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস)’ ও ‘সিসিএন’র ফেসবুক পেজ হ্যাক হয়েছে। এই পেজ পাঁচটি হ্যাক হওয়ার বিষয়টি জানিয়েছেন, তৃতীয় মাত্রার উপস্থাপক ও সিজিএস’র নির্বাহী পরিচালক জিল্লুর রহমান। আজ বিকালে নিজের ফেসবুক আইডি থেকে দেয়া পোস্টে তিনি বলেন, পেজগুলো ফিরে পেতে আমার টিম কাজ করছে। রিকভার করা পর্যন্ত পেজগুলো থেকে আসা সকল ধরনের পোস্ট ও রিকোয়েস্ট এড়িয়ে চলার অনুরোধ জানান তিনি।