রাজধানীতে গতকাল শনিবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। আকাশও মেঘলা। রোববার (১৩ আগস্ট) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি দেখা গেছে।
কর্মদিনে এমন টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। অলিগলিতে পানি জমায় পথচারীরা পড়েছেন ভোগান্তিতে।
পথচারীদের দুর্ভোগের পাশাপাশি গাড়ি চলাচলেও সমস্যা হয়। ছোট গাড়িগুলো সাবধানে আগায়। গতি কমিয়ে দিতে হয়। কারণ একবার ইঞ্জিনে পানি ঢুকলেই স্টার্ট বন্ধ হওয়ার আশঙ্কা থাকে। গাড়ির গতি কমে যাওয়ার ফলে যানজট বেড়ে যায়।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির এই ধারা চলতে পারে ১৬ আগস্ট পর্যন্ত। এরপর রোদের দেখা পাওয়া যেতে পারে। আবহাওয়া অফিস সূত্র বলছে, দেশের ওপর দিকে মৌসুমি বায়ুর অংশ বেশ সক্রিয়। এ কারণে বৃষ্টি কিছুটা বেড়েছে।
অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগে অতি ভারী বৃষ্টির কারণে পাহাড়ধসের আশঙ্কা আছে।