যাত্রী সঙ্কটের কারণে ঢাকা-বরিশাল আকাশ পথে যাত্রী পরিবহন বন্ধ করে দিয়েছে বেসরকারি বিমান ইউএস-বাংলা।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল ইউএস-বাংলা এয়ারলাইন্সের স্টেশন ইনচার্জ সৈয়দ মুস্তাইন হোসেন।
তিনি জানান, খরচ বেড়েছে, ট্যাক্সও বাড়ানো হয়েছে। সেটার সঙ্গে সামঞ্জস্য করে আমরা ভাড়াটা ওইভাবে বরিশাল থেকে পাচ্ছি না। তাই পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকে বিমান চলাচল বন্ধ করা হয়েছে।
তিনি আরও জানান, তবে আমরা আশা করছি দ্রুত বিমান চলাচল স্বাভাবিক হবে। কিন্তু কবে নাগাদ হবে তা এখনও সঠিক বলা যাচ্ছে না। বিষয়টি নিয়ে হেড অফিসে কথা চলছে। এদিকে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ বিমান একই পথে হাঁটলে পুরোপুরি বন্ধ হবে যাত্রীদের বরিশালের আকাশে ওড়া।
এ পথের পর্যবেক্ষকরা জানান, ঢাকা-বরিশাল দেশের অন্য যে কোনো উড়াল পথের চেয়ে লাভজনক। মাত্র ৬১ অ্যারোনটিক্যাল মাইলের এই দূরত্বটুকু পার করতে সাড়ে তিন হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ভাড়া নেয় বিমান সংস্থাগুলো। এরপরও বিমান চলাচল বন্ধ হয়ে গেলে ভোগান্তির শেষ থাকবে না যাত্রীদের।
বরিশাল সামাজিক সম্প্রীতির সাধারণ সম্পাদক ডা. সুদীপ কুমার হালদার বলেন, অর্থনৈতিকভাবে আমাদের যে উন্নয়ন সেখানে আকাশপথ একান্ত জরুরি। পদ্মা সেতুর কারণে বরিশালে শিল্প উন্নয়ন হচ্ছে। এমন অবস্থায় বিমান চলাচল থেমে গেলে উন্নয়নে ভাটা পড়বে। আমরা চাই বেসরকারি বিমানগুলো তাদের সার্ভিস চালু করুক।
এর আগে একই কারণ দেখিয়ে বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছিল নভোএয়ার।