বৃহস্পতিবার, ০৩:১৮ অপরাহ্ন, ০৯ জানুয়ারী ২০২৫, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

জামায়াত-শিবিরের ৪৬ নেতাকর্মী কারাগারে

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৪ বার পঠিত

বেআইনিভাবে সমাবেশ, পুলিশের কাজে বাধা ও ইট-পাটকেল নিক্ষেপের অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ি থেকে গ্রেপ্তার জামায়াত-শিবিরের ৪৬ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন, শহিদুল ইসলাম রিপন, ফুয়াদ খা, আবু আক্কাস, হাসানুজ্জামান, হেলাল আহমেদ, আসাদুজ্জামান সোহেল, রফিকুল ইসলাম, আমানউল্লাহ, সাইদুর রহমান, আবু তাহের খান, নাইম, নাজমুল গাজী, তানভীর আহমেদ, জয়নাল আবেদীন, ওয়াজ করনী, মাইন উদ্দিন, তাহমিদ, কামাল হোসেন, জাহাঙ্গীর আলম, তুহিন, নেছার উদ্দিন, মাহফুজুর রহমান, জাহাঙ্গীর আলম, মাহিদুল ইসলাম, মজিবুল্লাহ, এমদাদুল হাসান, মোখলেছুর রহমান, রবিউল ইসলাম, মোসলে উদ্দিন ও সালেহ আল ইমতিয়াজসহ আরও অনেকে।

মামলার অভিযোগে জানা যায়, আজ সকাল সাড়ে ৮টায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে কাজলা পানির পাম্পের সামনে অবস্থান নেয়। এ সময় তারা দেশীয় অস্ত্র-সস্ত্র, ইট-পাটকেল ও ককটেল নিয়ে সরকার বিরোধী উস্কানিমূলক স্লোগান দিতে থাকে। রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় পুলিশ প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ করলে তারা পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং ২/৩ টি গাড়ির গ্লাস ভাঙচুরসহ ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম এ ঘটনায় মামলাটি দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com