বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ সোমবার রাতে উপজেলা সদরের গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকা থেকে ১৪ কেজী গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। থানা সূত্রে জানাগেছে, গোপন সূত্রে খবর পেয়ে গৌরনদী মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়ার তত্বাবধানে থানার এসআই মোঃ মজিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ সোমবার রাত ৯টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় ওই বাসষ্ট্যান্ড এলাকার বটতলায় মহাসড়কের ওপর থেকে একটি লাল রংয়ের লাগেজ ভর্তি ১৪ কেজী গাঁজাসহ মোঃ দুলাল মোল্লা (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এরপর গ্রেফতারকৃত দুলাল মোল্লার দেয়া স্বীকারোক্তি মতে থানা পুলিশের ওই চৌকস অফিসার তার ফোর্সসহ সোমবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে একই মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় ওই বাসষ্ট্যান্ডের বাস কাউন্টারের সামনে থেকে তারা দুলাল মোল্লার সহযোগী মাদক ব্যবসায়ী মোঃ বেল্লাল হোসেন (৪২)কে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী মোঃ দুলাল মোল্লার বাড়ি পাশর্^বর্তি মেহেন্দীগঞ্জ উপজেলার ভাসান চর গ্রামে। সে ওই গ্রামের মৃত খালেক মোল্লার ছেলে। তার সহযোগী মাদক ব্যবসায়ী মোঃ বেল্লাল হোসেনের বাড়ি পাশ^বর্তি বাবুগঞ্জ উপজেলার লোহারিয়া গ্রামে। সে ওই গ্রামের মৃত কালু বেপারীর ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া বলেন, ১৪ কেজী গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী মোঃ দুলাল মোল্লা বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় হলেও সে গাজীপুরে থাকে। দুলাল মোল্লা গাজীপুর জেলার গাছা উপজেলার খাইলকৈর বাহার মার্কেট এলাকার বড়বাড়ীর জনৈক সাইফুলের ভাড়াটিয়া। সে গাঁজীপুর থেকে লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে করে ১৪ কেজী গাঁজার লাগেজটি বহন করে নিয়ে আসে। এ ঘটনায় এসআই মোঃ মজিবুর রহমান বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতার হওয়া ২ মাদক ব্যবসায়ীকে মঙ্গলবার দুপুরে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে।