পাকিস্তানের পাঞ্জাবে ইন্দুস নদীতে বরযাত্রীবাহী একটি নৌকাডুবে ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৯ জন নারী ও দুটি শিশু রয়েছে। সোমবার শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়।
দেশটির এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, পাঞ্জাবের প্রধান শহর মুলতানের প্রায় ৩৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সাদিকাবাদ জেলায় এ নৌকাডুবির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় বরসহ অন্তত ৬৫ জনকে উদ্ধার করা গেলেও শিশুসহ ৩০ জনের যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন।
এক বিবৃতিতে, দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন। কর্তৃপক্ষকে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।
পাকিস্তানে প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে। নদী ও হ্রদে পণ্য ও মানুষ পরিবহনের জন্য কাঠের নৌকা ব্যবহার করা হয় এ অঞ্চলে। এসব নৌকায় লাইফ জ্যাকেটের ব্যবস্থা থাকে না।
সূত্র : আলজাজিরা ও ডন