গাজীপুরে বাসচাপায় চারজন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরো একজন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার সকালে মহানগরের বাসন থানা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর মহানগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু বিষয়টি নিশ্চিত করেছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) আহসানুল হক বলেন, সকাল ৮টার পরে বলাকা সার্ভিসের একটি বাসের চাকা পাংচার হওয়ায় চাকা ঠিক করছিল। এরমাঝে একটি ভ্যানগাড়ি ছিল। পেছন থেকে বসুমতি পরিবহনের একটি বাস এসে ওই ভ্যানটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই চারজন নিহত হন। এছাড়া আরেকজন গুরুতর আহত হওয়ায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু বলেন, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।