রবিবার, ১২:৩৪ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৫, ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

বিয়ের জন্য শক্তি লাগে, লজ্জা নয়: ফারিয়া

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ০ বার পঠিত

আবার বিয়ে করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সম্প্রতি বর তানজিম তৈয়বকে নিয়ে হানিমুনেও যান শ্রীলংকা ও মালদ্বীপে। অভিনেত্রীর বিয়ে নিয়ে নেটদুনিয়ায় হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা। এর মাঝেই এক আবেগঘন পোস্টে দিয়েছেন তিনি।

ফারিয়া মন্তব্য করেছেন, একটি সম্পর্ক ভাঙার পর আবার নতুন করে ভালোবাসা, বিশ্বাস ও আস্থা রাখা ‘বিশাল সাহসের ব্যাপার’। এর জন্য শক্তি লাগে, লজ্জা নয়।

গতকাল শনিবার এক ফেসবুক পোস্টে ফারিয়া লিখেছেন, ‘কেউই এই ভেবে বিবাহবন্ধনে আবদ্ধ হন না যে, একদিন এই সম্পর্কের ইতি ঘটবে। ভালোবাসা, ধৈর্য আর আশা নিয়ে আমরা সবাই চেষ্টা করি যেন সম্পর্কটা টিকে থাকে। আমরা যতই শক্তিশালী, শিক্ষিত বা সফল হই না কেন আমাদের মন চায় সম্পর্কটা আঁকড়ে ধরতে (যদি না এর মাঝে কোনো বিশ্বাসঘাতকতা থাকে)।

যোগ করে তিনি আরও বলেন, ‘যারা একাধিকবার বিয়ে করেছেন তারা তাদের অতীত নিয়ে গর্ব করেন না। একটা সম্পর্ক ভাঙার পর আবার নতুন করে ভালোবাসা, বিশ্বাস ও আস্থা রাখা ‘বিশাল সাহসের ব্যাপার’। নতুন করে সম্পর্ক শুরু করার জন্য শক্তি লাগে, লজ্জা নয়।’

অনুরাগীদের উদ্দেশ্যে ফারিয়া বলেন, ‘দয়া করে কাউকে বিচার করবেন না। গুজব ছড়াবেন না। কটু কথা বলবেন না। কারণ, আপনি জানেন না একজন মানুষ হাসিমুখে উঠে দাঁড়াতে কত কঠিন লড়াই করেছেন।’

সবশেষে নেটিজেদের প্রতি আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, ‘কথায় হোন কোমল, আচরণে রাখুন দয়া। কারণ জীবন কাউকেই ছাড় দেয় না। আর আগামীকাল কী অপেক্ষা করছে, তা কেউ জানে না।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com