গাজা উপত্যকায় যুদ্ধের উত্তেজনা প্রশমনের লক্ষ্যে ইসরাইল এবং ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে কাতারের মধ্যস্ততায় আলোচনা অব্যাহত রয়েছে। উপত্যকাটির ওপর ইসরাইল হামলা জোরদার করা সত্ত্বেও আলোচনা অব্যহত রয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে।
একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়, আলোচনা ভেঙে যায়নি, তবে তা চলছে ‘অনেক মন্থর গতিতে।’
পরিচয় প্রকাশ না করার শর্তে সূত্রটি আরো জানায়, আলোচনায় স্পর্শকাতরতা থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, হামাস ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে হামলা চালিয়ে দুই শতাধিক লোককে বন্দী করে। হামাস বলছে, গাজায় হামলা বন্ধ করা হলে এবং ইসরাইলে আটক ফিলিস্তিনিদের মুক্তি দেয়া হলে এদের ছেড়ে দেয়া হবে।
ইতোমধ্যেই কাতারের মধ্যস্ততায় হামাস দুই দফায় চারজনকে মুক্তি দিয়েছে।
ইসরাইলের বোমাবর্ষণ বন্ধে বিশ্বকে পদক্ষেপ নেয়ার আহ্বান হামাসের
গাজায় ইসরাইলের বোমাবর্ষণ বন্ধ করতে হামাস আন্তর্জাতিক মহলকে ‘অবিলম্বে পদক্ষেপ’ গ্রহণ করার আহ্বান জানিয়েছে। ইসরাইলি বাহিনী ফিলিস্তিনে হামলা জোরদার করার পর তারা এই আহ্বান জানালো। খবর এএফপি’র।
হামাসের এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা আরব ও মুসলিম দেশগুলো এবং আন্তর্জাতিক মহলকে আমাদের জনগণের বিরুদ্ধে বিভিন্ন অপরাধ এবং ধারাবাহিক গণহত্যা বন্ধ করতে অবিলম্বে দায়িত্ব এবং পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।’