মঙ্গলবার, ০২:২৬ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

সাবেক রাষ্ট্রপতির বাড়ি এখন কিন্ডারগার্টেন স্কুল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৬ বার পঠিত

কিশোরগঞ্জের ভৈরবের সন্তান সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বাড়ি এখন সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন স্কুল হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে বাড়িটির নিচতলাটি ভাড়া নিয়ে স্কুল পরিচালনা করা হলেও দোতলা ভাড়া দেওয়া হয়নি।

জানা গেছে, সাবেক এই রাষ্ট্রপতির বংশধর মরহুম তারা মিয়ার ছেলে নইম মোল্লা এই শিক্ষাপ্রতিষ্ঠানের পার্টনার। কিন্ডারগার্টেন স্কুলটির মূল মালিক ভৈরবের প্রবীণ শিক্ষক অধ্যক্ষ আবদুল বাসেত। তার পার্টনারের সহায়তায় বাসভবনটি ভাড়া নেওয়া হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে ভৈরবের এ বাড়িতে সরেজমিন দেখা যায়, শিক্ষা কার্যক্রম চলছে। পরে জানা যায় সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন স্কুল কর্তৃপক্ষকে ভাড়া দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভৈরবের কৃতী সন্তান জিল্লুর রহমানের জন্মস্থান শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায়। তিনি স্বাধীনতার পর ৫ বার কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসন থেকে সংসদ সদস্য ছিলেন। তিনি ২০০৯ সালে দেশের রাষ্ট্রপতি হওয়ার পর তার একমাত্র ছেলে নাজমুল হাসান পাপন তার আসনে সংসদ সদস্য হন ৪ বার। পাপন বিসিবি সভাপতিও ছিলেন তখন। রাজনৈতিক কারণে পাপন মাঝেমধ্য ভৈরবের পৈতৃক বাসায় আসা-যাওয়া করতেন। ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক সরকারের পতন ঘটলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত পালিয়ে যান। সেই সময়ে দেশে বিশৃঙ্খল অবস্থায় সারা দেশের মতো জিল্লুর রহমানের নিজ বাসভবনটি দুর্বৃত্তরা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে ক্ষতি সাধান করে।

তবে মূলত জিল্লুর রহমান ঢাকায় গুলশানের নিজ বাসভবনে থাকতেন রাষ্ট্রপতি হওয়ার আগে। এ কারণে তার পরিবারের সবাই গুলশানের বাসায় বসবাস করতেন। একজন কেয়ারটেকার ভৈরবের বাসভবন দেখাশোনা করতেন। তার বাসভবনটি আইভি ভবন নামে পরিচিত। তার স্ত্রী মরহুম আইভি রহমানের স্মৃতিস্বরূপ বাসভবনের নাম।

এদিকে ৫ আগস্টের পর পাপনের খোঁজ পাওয়া যায়নি। অনেকের ধারণা, পাপন সপরিবারে বিদেশে পালিয়ে গেছেন। তার বাসভবনটি ৫ আগস্ট বিকেলে দুর্বৃত্তরা ভাঙচুর-লুটপাট, অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন করলে প্রায় এক বছর পরিত্যক্ত অবস্থায় ছিল। যদিও তার বংশধর আছে; কিন্তু কেউ বাড়িতে যাননি বা সংস্কার করেননি বাসভবনটি। বাসার প্রধান গেটটি তালাবদ্ধ থাকত। অনেক উৎসুক মানুষ বাড়ির বাইরে থেকে পরিত্যক্ত বাড়িটি দেখত।

সাবেক রাষ্ট্রপতির বাড়ি এখন কিন্ডারগার্টেন স্কুল

হঠাৎ এলাকাবাসী ও গণমাধ্যমকর্মীদের চোখে পড়ে তার বাসভবনে কিন্ডারগার্টেন স্কুল। এ বিষয়ে সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন স্কুলের দায়িত্বে থাকা আলমগীর আলম বক্তব্য দিতে অস্বীকার করেন।

এ বিষয়ে কিন্ডারগার্টেন মালিক অধ্যক্ষ আবদুল বাসেত সোমবার কালবেলাকে বলেন, ‘আমার স্কুলটি ১৯৮৭ সাল প্রতিষ্ঠিত করি। তখন জিল্লুর রহমানের চাচাতো ভাই তারা মিয়া আমার পার্টনার ছিলেন। তিনি মারা গেছেন। এখন তার ছেলে নইম মোল্লা পার্টনার হিসেবে আমার সঙ্গে আছে। নইম জিল্লুর রহমানের ওয়ারিশের কারও সঙ্গে আলাপ করে বাড়িটি ভাড়ার ব্যবস্থা করে দেয়। ৫ আগস্টের পর বাসভবনটি মারাত্মক ক্ষতিগ্রস্ত করে দুর্বৃত্তরা।’

তিনি আরও বলেন, ‘বাসভবনটির সংস্কার মেরামত করতে আমার অনেক টাকা খরচ হয়েছে। এ টাকা আমি ভাড়া থেকে কর্তন করে নেব। এভাবেই কথা হয়েছে। তবে আমি নিচতলা ভাড়া নিলেও দোতলা ভাড়া নিইনি। বাসভবনটি শিক্ষার্থীদের পদচারণায় এখন ভালো থাকবে এবং আমিও একটি ভালো বাড়ি পেলাম ভাড়া হিসেবে। এ কারণেই আমি বাসভবনটি ভাড়া নিয়েছি।’

স্কুলের পার্টনার নইম মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিনিধিকে জানান, ‘ভৈরবের বাহিরে আছেন আগামীকাল আসতে বলেন।’

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য জিল্লুর রহমানের পরিবারের কাউকে পাওয়া যায়নি। তার দুজন মেয়ে আছে; কিন্তু তারা কোথায় আছে এই তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন কালবেলাকে বলেন, ‘এখন শুনলাম। এখন পর্যন্ত আমাকে এ বিষয়ে কেউ লিখিতভাবে কিছু জানায়নি। যদি কেউ লিখিত অভিযোগ দেয় তাহলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com