মঙ্গলবার, ০৪:৪৬ পূর্বাহ্ন, ১৪ জানুয়ারী ২০২৫, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

একই দলে খেলবেন কোহলি-বাবর!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৮৫ বার পঠিত

একই দলে খেলবেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি।

এ কথা শুনে যে কেউই বলবেন – এতো আষাঢ়ে গল্প।

যেখানে রাজনৈতিক বৈরিতায় দুই দেশের দ্বৈরথের দেখা মেলে কদাচিৎ। সেখানে এক দলে কোহলি-বাবর? এ কি সম্ভব!

কিন্তু পাকিস্তানের ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান সেই সম্ভাবনার কথাই বলছে।

এক প্রতিবেদনে গণমাধ্যমটি লিখেছে, আগামী বছরই অভিনব বিষয়টি দেখা যেতে পারে। ২০২২-২৩ মৌসুমে ‘আফ্রো-এশিয়া কাপ’ অনুষ্ঠিত হলে একই দলে দেখা যেতে পারে এ দুই ব্যাটিং সেনসেশনকে।

জানা গেছে, আফ্রো-এশিয়া কাপকে মাঠে ফেরানোর চেষ্টা চালানো হচ্ছে। আগামী বছরের জুন-জুলাইয়ে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে এটিকে ফেরানোর পরিকল্পনা।  টুর্নামেন্ট মাঠে গড়ালে এশিয়া একাদশে থাকবেন বাবর আজম ও বিরাট কোহলি।

 

এ টুর্নামেন্ট সবশেষে মাঠে গড়িয়েছিল ২০০৭ সালে। রাজনৈতিক ও সম্প্রচারসংক্রান্ত জটিলতার কারণে প্রায় ১৫ বছর ধরে বন্ধ রয়েছে এ টুর্নামেন্ট।

যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকী ফোর্বসে এক সাক্ষাৎকারে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বাণিজ্য ও আয়োজন বিভাগের প্রধান প্রভাকরণ থানরাজ বলেছেন, ‘আমাদের পরিকল্পনা হচ্ছে ভারত ও পাকিস্তানের সেরা খেলোয়াড়দের এশিয়া একাদশে রাখা। পরিকল্পনা চূড়ান্ত হয়ে গেলে আমরা স্পনসরশিপ আর সম্প্রচারস্বত্ব নিয়ে কাজে নামব। অনেক অনেক বড় একটা আয়োজন হবে এটি। এখন ভারত-পাকিস্তানের দুই বোর্ড চূড়ান্ত করলেই সবকিছু ঠিক হবে। ’

এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, তাদের সঙ্গে এখনো এ নিয়ে আলোচনা হয়নি।

আফ্রো-এশিয়া কাপের ভারত ও পাকিস্তানের খেলোয়াড়রা একসঙ্গেই খেলেছেন। এশিয়ার দলে পাকিস্তানের শোয়েব আখতার, শহীদ আফ্রিদির সঙ্গে একাদশে খেলেছেন ভারতের বীরেন্দ্র শেবাগ, রাহুল দ্রাবিড়রা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com